নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে গরুচুরির মামলায় তিন গরুচোর কে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জের কাহালু উপজেলার রমজান আলীর ছেলে আলী আজম(৩৭), সিরাজগঞ্জের মাহমুদ উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত(২২) এবং আশুলিয়া থানার আফাজ উদ্দিন মন্ডলের ছেলে সুজন(২৯)।
পুলিশ আরো জানায় গত ১৮ আগস্ট রাতে উপজেলার চতলবাইদ ভূইয়াপাড়া এলাকার কাজল শহীদের ফার্ম থেকে ৮ টি গরু চুরির ঘটনা ঘটে। গত ১ সেপ্টেম্বর ফার্মের মালিক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।
এসময় সখীপুর থানা পুলিশের এসআই সাজাউল ইসলাম বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল ৯ সেপ্টেম্বর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply