নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে সাবেক যুগ্ম-সচিব খলিলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার কালিদাস গ্রামে খলিলুর রহমান কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এলাকাবাসী ওই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী মিয়ার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়াও কর্ণেল আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শিবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রফেসর আলীম মাহমুদ, সাবেক মেজর আরমান, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply