মধুপুর প্রতিনিধিঃ কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খেলাধুলা হলো সুস্থ্য বিনোদনের একটা মাধ্যম। খেলাধুলার মাধ্যমে সুস্থ্য বিনোদন সবার জন্য উপভোগ্য। জলছত্র সুপার স্টার ফুটবল খেলাও ধনী গরীব হিন্দু মুসলিম জাতি বর্ণ সবার জন্যই উপভোগ্য। গতকাল ১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে মধুপুরের জলছত্র সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে কৃষি মন্ত্রী এসব কথা বলেন।
জলছত্র স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় টুর্নামেন্ট কমিটির সভাপতি জুলহাস উদ্দিন চেয়ারম্যানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহ সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।
জলছত্র ফুটবল মাঠ কানায় কানায় উপচে পড়া ক্রীড়ামোদি দর্শক খেলতে দেখতে ভীড় করে।
ফাইনাল খেলায় স্থানীয় গেছছুয়া একাদশ সাধুপাড়া ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পরে সন্ধ্যায় বিজয়ী দুই দলের মধ্যে মোটর সাইকেল ও ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply