আজ ঘাটাইলের সাবেক সংসদ সদস্য ডা. মতিউর রহমানের দশম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মতিউর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ২০১২ সালের ১২ই সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

টাঙ্গাইলের ঘাটাইল আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের এই নেতা ডা. মতিউর রহমানের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।

মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের নিজ গ্রাম খিলগাতি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডাঃ মতিউর রহমান ময়মনসিংহ ও সিলেট মেডিক্যাল কলেজে পড়ালেখা করেছেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি লন্ডনের একটি নামকরা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সাস্ত্রে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট। তিনি সৌদি আরবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সৌদি আরব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

বাংলাদেশে শিকদার মেডিকেলেও তিনি দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদান করেছেন তিনি। ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালের তিনি মালিকানায় শেয়ার ছিলেন এবং উক্ত হাসপাতালে তিনি কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ বরেণ্য ব্যাক্তিবর্গ সহ অসংখ্য রোগীর সেবা দিয়ে গিয়েছেন মরহুম ডা: মতিউর রহমান।

ঘাটাইলের সাবেক সংসদ সদস্য ডাঃ মতিউর রহমান মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়া ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও ডাঃ মতিউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে তার বিদেহী আত্মার শান্তি কামনায় আগামীকাল বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap