ঘাটাইলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা সভাপতি ও রামপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান আলী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৬৭০ ভোটারের মধ্যে ৬৬২জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থীর মধ্যে জীবুন নেছা ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী খন্দকার তাহাজ্জত হোসেন পেয়েছেন ২৯৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে মোহাম্মদ হাসান আলী ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: জহুরুল হক শামীম পেয়েছেন ২১৩ ভোট।

সহ-সভাপতি পদে ১০ জনের মধ্যে নির্বাচিত ৫ জন। তারা হলেন, মোহাম্মদ আব্দুস সালাম ৪৪৪ ভোট, মোহাম্মদ হারুন অর রশিদ ৩৩৮, শেখ মো: রফিকুল ইসলাম ৩৭০ ভোট, মোহাম্মদ হায়াৎ মাহমুদ খান ৩১১ ভোট, মো: আব্দুল হালিম ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মো: নূরুজ্জামান মিঞা ৪৪১ ভোট, আব্দুল মোমেন হোসেন ৪১৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো: আব্দুল্লাহ আল মাহবুব ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: বিপ্লব হোসেন পেয়েছেন ২৯১ ভোট।

কোষাধক্ষ পদে মো: আলাল হোসেন ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রুহুল আমীন তাং পান ৩১৭ ভোট। দপ্তর সম্পাদক পদে মো: এনামুল হক  ৩৪১ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: সাইদুল ইসলাম পেয়েছেন ৩১১ ভোট। মহিলা সম্পাদিকা পদে বেবী সুলতানা ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নূরুন্নাহার পেয়েছেন ২৬৮ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আনিছুর রহমান।

নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। সহকারী রির্টানিং অফিসারে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। নির্বাচিত পরিচালনা পরিষদ কমিটির আহবায়ক ছিলেন, আথাইল শিমুল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: বাবর হোসেন চৌধুরী, সদস্য মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হানিফ খান, ব্রাক্ষণশাসন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মো: আ: আজিজ, ঘাটাইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান, গালা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আ: লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap