নিজস্ব প্রতিনিধিঃ জনাব মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম, অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল সাহেবের নির্দেশে এসআই/ শুভ্র সাহা, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়া মোবাইল-১১ (নাইট) ডিউটি করা কালীন ইং ১০/০৯/২০২২ তারিখে বাজিতপুর, মীরের বেতকা, করের বেতকা, আটপুকুরপাড় ও বোয়ালীয়া এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোধকল্পে বিশেষ অভিযান করেন। অভিযানকালে করের বেতকা সাকিনস্থ বোয়ালীয়া ব্রীজের ঢালের পশ্চিম পাশে ফাকা জায়গায় কতিপয় ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া অবস্থানকালে ০৬টি মাদক, ০১টি দ্রুত বিচার ও ০১টি ডাকাতির প্রস্তুতি মামলার আসামী মোঃ খালেদ মাহমুদ কিরন (২৯) এর হেফাজতে থাকা ০১টি চাপাতী এবং ০২টি দস্যুতা, ০৩টি চুরি মামলার আসামী মোঃ সজল হাওলাদার (২৫) এর হেফাজতে থাকা ০১টি স্টীলের তৈরী চাপাতী ও ০১টি দস্যুতা, ০৩টি চুরি মামলার আসামী হাসিবুর রহমান অনুপ (২৬) এর হেফাজতে থাকা ০১টি লোহার তৈরী ছুরি, এবং ডাকাতি ও ছিনতাই কাজে আসামীদের ব্যবহৃত ঘটনাস্থল হইতে ০১টি SUZUKI GIXXER, রেজিঃ বিহীন, মোটর সাইকেলসহ আসামীদের হাতে নাতে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। এতে এলাকায় জন-সাধরণের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply