নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে শারমিন ও জলিল নামে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের ৭ নং ওয়ার্ডের প্রবাসীর স্ত্রীর শারমিন (২১) ও একই গ্রামের বহুরিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন ছেলে জলিল (৩০) ।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বহুরিয়া ইউনিয়ন কালমেঘা গ্রামের ৭ নং ওয়ার্ডের প্রবাসী আল আমিনের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো জলিলের। এই সম্পর্কের জের ধরে আসা যাওয়া ছিলো । গত রোববার রাতেও দেখা করার জন্য প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে দুইজনকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় প্রবাসী স্ত্রী ও যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply