টানা বৃষ্টিতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি

নিজস্ব প্রতিনিধিঃ কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার প্রধান সড়কে হাঁটু পানি জমেছে। বৃষ্টির পানি সঙ্গে ড্রেনের পচা পানি মিশে ঢুকে পড়ছে বাড়ি-ঘরে। এতে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লিরা। নোংরা পানি মাড়িয়ে স্কুল-কলেজ ও মসজিদে যেতে হচ্ছে তাদের। এদিকে নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টির কারণে পৌরসভার প্রধান সড়ক ছাড়াও শহরের আদালতপাড়া, বেপারীপাড়া, থানাপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা তলিয়ে গেছে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের পচা পানি মিশে অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে পড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। যানবাহনসহ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী ও ধর্মপ্রান মুসুল্লিরা। নোংরা পানি মাড়িয়ে স্কুল-কলেজে ও মসজিদে যেতে হচ্ছে তাদের।

১৮৮৭ সালে স্থাপিত টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে দুই লাখের বেশি মানুষ বসবাস করে। পৌরসভাটি প্রথম শ্রেনীর হওয়া সত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে দাবি পৌরবাসীর। তারা জানান, রাস্তা-ঘাটের উন্নয়ন না হওয়ায় এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় পৌর শহরের বিভিন্ন এলাকা।

নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো তলিয়ে যায়। এতে মানুষের চলাচল বিঘ্নিত হলেও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিচ্ছে না। সাধারণ নাগরিক সেবা থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন তারা।

অবশ্য পৌর মেয়র সিরাজুল হক আলমগীর নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে জানান, ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap