নাগরপুর প্রতিনিধিঃ নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর বার্ষিক ডে -ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান -২০২২ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও রোভার স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী রোভারের বিভিন্ন কার্যক্রম ও দীক্ষা অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন যথাক্রমে নাগরপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ ও গ্রুপ-সভাপতি (নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ) প্রফেসর ডি.এম. মোস্তাফিজার রহমান এবং বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের সম্মানিত কমিশনার জনাব মো.জামাল হোসেন (এএলটি)।
এছাড়াও উপস্থিত থেকে উক্ত প্রোগ্রামকে অলংকৃত করেছেন বাংলাদেশ স্কাউটস টাংগাইল জেলা রোভারের সহকারী কমিশনার জনাব মো. মামুন অর রশীদ খান, ডি আর এস এল জনাব মো.জাহাঙ্গীর হোসেন মিঞা (উডব্যাজার)-ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাসাইল ডিগ্রি কলেজ,কলেজ ইউনিটের আর এস এল ও আর এস এল প্রতিনিধি (বাংলাদেশ স্কাউটস টাংগাইল জেলা রোভার) জনাব মো. মাহমুদুল হাসান, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক কর্মকর্তা এবং টাংগাইল জেলা রোভারের রোভার প্রতিনিধিসহ নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের রোভারবৃন্দ প্রমূখ।
দিনব্যাপী রোভার কার্যক্রম ও রোভার সহচরদের দীক্ষা শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা রোভার স্কাউটস এর গুরুত্ব ও যুবক সমাজকে রোভারের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আত্মিক ও সামাজিক উন্নয়নে অবদানের বিষয়টিও সম্পর্কে আলোচনা করেন এবং নাগরপুর উপজেলায় রোভার স্কাউটস আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply