সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দানবীর শেখ হায়েত আলীর ৪৪তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে তার কবর জিয়ারত, পুষ্প অপর্ণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, এছাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ, সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – “প্রতিষ্ঠাতা ও জমিদাতা।
এ কর্মসূচিতে সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব কেবিএম খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক ফজলুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক দেলোয়ার শিকদার, মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং ছোট ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply