নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে প্রশিকার বার্ষিক পরিকল্পনা (২০২২-২৩) বাস্তবায়ন কৌশল ও কর্মসূচির গুনগতমান নিশ্চিত করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) সখীপুর প্রশিকা মানবিক উন্নয়ন এলাকা কার্যালয় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রশিকার উপ-পরিচালক আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালক আবুল কালাম আজাদ, ইনছার আলী পাশা, কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজানুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক মো. রতন মিয়া ও আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর, সখীপুর, পাহাড়িকা, শালবন, বাসাইল, দেলদুয়ার, ঘাটাইল, মধুপুর, ও টাঙ্গাইল সদর উন্নয়ন এলাকার ব্যবস্থাপকগণ।
এ বিষয়ে প্রশিকার পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আমরা (২০২২-২৩) অর্থ বছরে ২ হাজার ৮’ শ কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। এর মধ্যে হতে ২ হাজার ৪’শ কোটি টাকার সদস্যদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হবে। বাকী ৪’শ কোটি টাকা সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক কাজে ব্যয় করা হবে।
Leave a Reply