নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দিনমজুরি কাজ করতে আসা এক শ্রমিক মারা গেছেন। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাগরদীঘি বাজারের চৌরাস্তা মোড়ে তার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে জানায় স্থানীয়রা।
ওই ব্যক্তি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাঁকানাই গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে মো. আকরাম আলী (৫০)।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে দিনমজুরি কাজ করতে এসেছিলেন। শার্টের পকেটে থাকা বাড়ির মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিবারকে অবহিত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে- রাতের কোন এক সময় এই ব্যক্তি মারা গেছেন।
সাগরদীঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দুলাল আকন্দ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply