নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলমগীর খান মেনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply