নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নিজ ঘর থেকে নাসরীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার উপজেলা পৌর শহরের মালাউড়ী (অলিপুর) গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নাসরীন শুভর স্ত্রী। সে মাদারগঞ্জের কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর পৌর শহরের মালাউবাড়ী (অলিপুর) গ্রামের আব্দুস ছালামের ছেলে শুভ (২৯) এর সাথে একই উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নাছির উদ্দিনের ছোট মেয়ে নাছরিনের সাথে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে পারিবারিক কলোহ চলছিল। শুভর অনুপস্থিততে রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে নাসরিন।
এ ঘটনায় নাছরীনের ভাই রুবেল মিয়া জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পারিবারিক ভাবে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন নাছরিন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে নাছরিন ১৪-১৫ দিন আগে বাবার বাড়িতে চলে আসে।
তিনি আরও জানান, ওই সময় আমরা নাছরিনকে শুভদের বাড়িতে না যাওয়ার জন্য বহুবার বুঝিয়েছি। নতুন করে জীবন গড়ার কথা বলেছি। কিন্তু নাছরিন বার বার বলেছে, ‘আবার নতুন সংসার করার চেয়ে ওকে যদি ভালো করতে পারি তাহলেই মঙ্গল।’ স্বামীকে ভালো করার জন্য এসে লাশ হয়েছে আমার বোন। আমরা নাছরিনের হত্যার বিচার চাই।
নাছরিনের শ্বাশুড়ি খোদেজা বেগম জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে শুভ ও নাছরিন ঘুমাতে যায়। অনেক বেলা হয়ে গেলে ওদের ডাকাডাকির একপর্যায়ে তাদের সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখি নাসরীন ঝুলন্ত অবস্থায় আছে আর শুভ ঘরে নেই।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়তদন্তের রিপোর্টের পর জানা যাবে প্রকৃত ঘটনা এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Leave a Reply