নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তিনি পরিদর্শনে আসেন। এ সময় সদর উপজেলা ভূমি অফিসে ‘প্রশান্তি ভূমি সেবা গোলঘর’ উদ্বোধন করেন তিনি।
এরপর বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ভূমি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের উন্নয়ন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং টাঙ্গাইলে আরও উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গালের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম প্রমুখ।
Leave a Reply