নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে যাত্রীবাহী এক বাস চাপায় বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার ভুঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসছিল। পথে আশোকপুর নেমে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। পথিমধ্যে একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে তাদের মরদেহ এলেঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান জানান, খবর পেয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply