নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’-এর উদ্যোগে গত ১৭সেপ্টেম্বর, শনিবার যমুনা নদী বিধৌত চরাঞ্চলে নদী ভাঙ্গন দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশসহ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিঃ মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি রিচার্ড খান, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজিব রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তাপস, অর্থ-সম্পাদক শাহ আলম লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া, সদস্য হাফিজ হাসনাত আপেল, টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল আলীম, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক ইমদাদুল হক, যুগ্মআহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন ও শহর শাখার আহ্বায়ক সদস্য শিউলি খান সনি প্রমূখ।
উল্লেখ্য যে, টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী গ্রামে নদী ভাঙ্গনের তীব্রতায় ইতিমধ্যে শতাধিক ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া যমুনার পেটে চলে গেছে মসজিদ, হাটখোলা, তাঁত কারখানা ও স’মিল। পরিবার নিয়ে চরম দুর্ভোগে রয়েছে নদী ভাঙ্গন দূর্গত পরিবার। থাকার জায়গা না পেয়ে গাছতলায় আশ্রয় নিচ্ছে অনেকে।
এমতাবস্থায়, নদী ভাঙ্গন দূর্গতদের কিছুটা হলেও কষ্ট লাঘবের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।
Leave a Reply