টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে সদ্য নির্মিত শেখ রাসেল ম্যুরালের নির্মাণ কাজ শেষ হয়েছে। গতকাল শুক্রবার কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এ ম্যুরালের উদ্বোধন করবেন।

গত ১৮ অক্টোবর শহিদ শেখ রাসেলের জন্মদিনে ১০ লাখ টাকা ব্যয়ে এই শেখ রাসেলের ম্যুরালের ভিত্তি স্থাপন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৭৫ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শেখ রাসেল। শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। সেই ভালোবাসা ধরে রাখতে শেখ রাসেল দিবসে টাঙ্গাইলে সার্কিট হাউজ, ডিসি লেক ও হ্যালি প্যাডের মাঝখানের দৃষ্টিনন্দন মোড়ে শেখ রাসেল ম্যুরাল স্থাপন করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, শেখ রাসেল চিরায়ত শিশুর প্রতিচ্ছবি। তার এ ম্যুরালটি মানুষের মনে অনন্ত সম্ভাবনা সম্পর্কে ধারণা দিবে এবং এ শিশুটিকে নৃশংসভাবে যারা হত্যা করেছে, সেসব জঘন্য অপরাধীদের সম্পর্কে চিরকালীন প্রতীক হিসেবে এই ম্যুরাল কাজ করবে। এ লক্ষ্য নিয়েই শহরের গুরত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap