মধুপুরের চাপড়ীতে অভিনব কায়দায় ছিনতাই

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) থেকে ঋণ উত্তোলন করে বাড়ি ফেরার পথে সদস্যের কাছ থেকে অভিনব কায়দায় পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার চাপড়ি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায় , উপজেলার মলকা গ্রামের মো.আ. আজিজের স্ত্রী মোছা.খালেদা বেগম এসএসএস’র চাপড়ি বাজার শাখা থেকে ঋণের পঞ্চাশ হাজার টাকা তোলে বাজার পার হয়ে চাপড়ি-মলকা সড়কের কিছু দূর এগোতেই মোটরসাইকেল যোগে জনৈক এক ব্যক্তি অফিসের কর্মকর্তা পরিচয়ে পাঁচ শত টাকা বেশি রয়েছে জানিয়ে টাকাগুলো হাতে নিয়ে অফিসে আসার কথার বলে চলে যায়।

পরে অফিসে গিয়ে লোটিকে না পেয়ে ম্যানেজারকে জানান খালেদা। কিন্তু ম্যানেজার জানান, লোকটি আমাদের অফিসের কেউ নয়, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। এ ব্যাপারে খালেদা বেগম বাদি হয়ে রাতেই মধুপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগি মোছা.খালেদা বেগম জানান, টাকা উঠাতে অফিসে গিয়ে ওই লোকটিকে (ছিনতাই) ম্যানেজারের পাশে বসে ফাইলপত্র ও পাশ বহিতে স্বাক্ষর করাতে দেখেছি। আমাদের ধারণা সে অফিসের স্টাফদের কারো সাথে যোগসাজশ করে এ কাজটি করেছেন।

এসএসএস’র চাপড়ি বাজার শাখা ব্যবস্থাপক মো.ইসরাফিল মিয়া জানান, আমাদের অফিসে অডিট চলার কারণে খুব একটা খেয়াল করা হয়নি। তাছাড়া আমার অফিস স্টাফ ছাড়া অন্য কেউ ফাইলপত্র স্বাক্ষর করাতে পারে না।

এসএসএস’র টাঙ্গাইল জোনাল ম্যানেজার মো.মহসিন রেজা জানান,আমাদের অফিস স্টাফ কেউ এ রণের কাজ করতে পারে না। কোন রকম প্রমান পেলেই তাকে দরখাস্ত করা হয়। অতিতে এ ধরণের ঘটনা ঘটেনি। ভবিষ্যতে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মধুপুর থানার পুলিশের উপ-পরিদর্শক মো.আশরাফুল ইসলাম জানান,এ রকম অভিযোগ পেয়েছি,তদন্দপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap