নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে হামলায় অন্তত ২ জন আহত হয়েছে। উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানিটেকী গ্রামে পারিবারিক কবর স্হানের জায়গা বেদখল দিয়ে ঘর তোলার প্রতিবাদ করায় সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ভবানিটেকি গ্রামের শামছুল আলম (৪০) ও তার ভাই মো. শরিফ আহমেদ (৩৪)। আহতদের প্রথমে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদেরকে মযসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।
জানা যায়, শামছুল আলমের সাথে পারিবারিক কবর স্থানের জমি নিয়ে একই গ্রামের রমিহ মন্ডলের ছেলে ছানোয়ারদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১১ সেপ্টেম্বর দুপুরে উল্লেখিত মামলার বিবাদীগন দেশীয় অস্ত্রসস্র নিয়ে কবর স্হানে নামে রাখা বাদী পক্ষের সম্পত্তিতে জোর পূর্বক ঘর উঠানোর চেষ্ঠা করেন।
শামছুলের ছোট ভাই শরিফ (৩৪) ঘর তুলতে নিষেধ করায় রহিম মন্ডলের ছেলে ছানোয়ার (৫৫) ছানোয়ারের ছেলে সোহাগ, কেরামত আলী, সোহাগের স্ত্রী শীলা বেগম,মেয়ে চৈতী খাতুন অজ্ঞাত নামা কয়েক জন মিলে শরিফকে দা দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে এবং বাশের লাঠি দিয়ে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ভাইকে মারতে দেখে বাদী সামছুল আলম ফিরাইতে গেলে তাকেও বিবাদীগন আঘাত করে।
Leave a Reply