সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে খরিপ-২ (২০২২-২৩) মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকলাইয়ের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও ইসমত আরা খাতুন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ব্লকের ৭০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply