নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২২ উপলক্ষে বুধবার কালিহাতী থানার চত্বরে কালিহাতী থানা কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফউদ্দিন, এডিশনাল এসপি কালিহাতী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, পৌরসভা মেয়র নুরুন্নবী সরকার, কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply