সখীপুরের কলেজ ছাত্র হত্যা মামলার ৫ আসামী ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামের কলেজ ছাত্র মাজহারুল হত্যার প্রধান আসামীসহ ৫ জনকে গ্রফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ঢাকা থেকে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ওই পাঁচ আসামীকে গ্রফতার হয়।

সখীপুর থানা ওসি মো. রেজাউল করিম বলেন, কলেজ ছাত্র হত্যার প্রধান ইয়ারুল ইসলাম (১৯) সহ পাঁচ আসামীকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা আসামীসহ থানায় পৌঁছানোর পর বিস্তারিত জানাবো হবে।

উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কালিয়ান এলাকায় ফুটবল খেলায় মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় কালিয়ান দোহানিয়া বখাটে ইয়ারুল ও তার সহযোগীরা লোহার রড দিয়ে মাজাহারুল মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাজহারুল উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকা আবস্থায় মাজহারুলের মৃত্যু হয়।

এঘটনায় নিহত মাজহারুলের বাবা আব্দুল মালেক মিয়া বাদী হয়ে থানা হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap