নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু হয়েছে।
বুধবার(২১ সেপ্টেম্বর) উপজেলার কালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৯টার দিকে দামিয়া পাড়া গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী বাবুল হোসেনের স্ত্রী নিজ ঘরের বারান্দায় থাকা ধানের কুড়া আনার সময় তিনি ঢলে পড়েন।
পরে পরিবারের অন্য সদস্যরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।
Leave a Reply