ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সকল কার্যক্রম বন্ধ রেখে তারা এ কর্মসূচি পালন করেছেন। এর ফলে সংশ্লিষ্ট অফিসে সেবা নিতে আসা লোকজন ভোগান্তির শিকার হন এবং সেবা গ্রহিতারা সেবা না পেয়ে ফিরে যান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, প্রায় এক যুগ আগে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবল কাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি।
পদ দুটির উন্নীতকরণ প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীল কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যেই কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবেই এ কর্মসূচি পালিত হচ্ছে।
Leave a Reply