নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মীনা দিবস পালন করা হয়েছে। এ দীবস শনিবার সকালে র্যালি, গল্পবলা আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বিআরডিসি কর্মকর্তা রুবেল আহমেদ, সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা আক্তার, সহকারি শিক্ষক নাছিমা আক্তার পপিসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply