নিজস্ব প্রতিনিধিঃ নানা আায়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে প্রীতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) রসুলপুর ইউনিয়নের আমতলা স্পোটিং ক্লাবের আয়োজনে সুরমা ব্রিকস মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
এদিন রসুলপুর লালমাটি একাদশ এবং টিকড়ী একাদশ খেলায় প্রতিদ্বদ্বিতা করে। এদিন রসূলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন দানীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশের নানামুখী উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীলমূলক কাজে সম্পৃক্ত থাকতে যুবসমাজের প্রতি আহবান জানিয়েছেন। এদিন খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো: এমদাদুল হক সরকার, মধুপুর কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ও মহিষমারা ইউপি চেয়ারম্যান মো: মহিউদ্দিনসহ আরো অনেকে। এদিন খেলাটি উপভোগ করতে হাজারো দর্শকের ঢল নামতে থাকে খেলার মাঠে। খেলাটি টানটান উত্তেজনায় মধ্য দিয়ে রসুলপুর লালমাটি একাদশ ট্রাইবেকারে ৫-৪ গোলে টিকড়ী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর ও পরাজিত দলকে একটি এলইডি টেলিভিশন পুরষ্কার হিসেবে তুলে দেয়া হয়।
Leave a Reply