শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে জ্যামাইকা

ক্রীড়া ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রস্তুতি শেষের পথে। কদিন আগে হন্ডুরাসকে ৩-০ গোলে হারানো দলটি যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচ খেলবে জ্যামাইকার সঙ্গে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সিতে লিওনেল মেসিরা মাঠে নামবেন।

বিশ্বকাপের ইতিহাসে একবারই খেলেছিল জ্যামাইকা। ১৯৯৮ সালের আসর শেষ করেছিল ‘এইচ’ গ্রুপের তিন নম্বর দল হিসেবে। আইসল্যান্ডের সাবেক কোচ হেইমির হ্যালগ্রিমসন এই দলটির দায়িত্ব নিয়েছেন দুই সপ্তাহও হয়নি। এমন সময়ে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তারা। ৫৫ বছর বয়সী তার দেশকে ইউরো ২০১৬ তে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। প্রথমবার তার অধীনে আইসল্যান্ড বিশ্বকাপে খেলেছিল রাশিয়ায়।

নতুন দলের হয়ে নিজের প্রথম ম্যাচে  দারুণ ছাপ রাখতে আশাবাদী হ্যালগ্রিমসন। তবে কাজটা মোটেও সহজ হবে না। গত সাত ম্যাচে ছয়টি জিতে উড়ছে আর্জেন্টিনা। গত শুক্রবার মিয়ামিতে হন্ডুরাসকে হারাতে জোড়া গোল করেন মেসি। প্রায় একই দল নিয়েই জ্যামাইকার সামনে দাঁড়াবে আলবিসেলেস্তেরা।

হন্ডুরাসের বিপক্ষে অব্যবহৃত ক্রিস্টিয়ান রোমেরো ও অ্যাঞ্জেল ডি মালিয়াকে নামাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে আন্তর্জাতিক অভিষেক হওয়া এনজো ফের্নান্দেজকে প্রথমবার দেশের হয়ে শুরুর একাদশে দেখা যেতে পারে।

সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর মেসি, ‘আমরা দল হিসেবে দারুণ করছি এবং বিশ্বকাপ পর্যন্ত এভাবে খেলে যেতে চাই।’

সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে আর্জেন্টিনা আরেকটি ম্যাচে খেলতে পারে আগামী ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ২২ নভেম্বর শুরু হবে মেসিদের বিশ্বকাপ।

আর্জেন্টিনার দ্বিতীয় প্রীতি ম্যাচের দিন ব্রাজিলও ফুটবল নিয়ে মাঠে নামছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তারা মুখোমুখি হবে তিউনিসিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap