নিজস্ব প্রতিনিধিঃ নামজারি আবেদনে ত্রুটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে জুতা পেটা করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্তের বিরুদ্ধে। শুধু তাই নয়, একজনের মাথার টুপি খুলে নিয়ে টুপি ও দাড়ি নিয়ে কটুক্তি করারও অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে এসিল্যান্ডের নিজ কার্যালয়ে এমন কান্ড ঘটান তিনি। ভুক্তভোগী দুই কর্মচারী হলেন, সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিং নিয়োগের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম।
জানা যায়, দুপুর ১২ টার আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসিল্যান্ড অমিত দত্ত। পরে নামজারির কাজে ক্রুটি দেখিয়ে দফায় দফায় প্রায় এক ঘন্টা খায়রুল ইসলামকে জুতাপেটা করেন তিনি।
এরপর খায়রুল ইসলাম বের হয়ে আসলে ওই সময় সার্টিফিকেট সহকারী মোমিনুল ইসলাম তার কক্ষে প্রবেশ করা মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত জুতা দিয়ে তার দিকে ঢিল ছুঁড়েন এবং চেয়ার থেকে উঠে গিয়ে রাগে মোমিনুলের মাথার টুপি খুলে ফেলেন এবং তাকে মারপিট শুরু করেন।
এ বিষয়ে সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ইসলাম বলেন, এসিল্যান্ডের স্যারের অফিস কক্ষ প্রবেশ করা মাত্রই আমাকে জুতা দিয়ে ঢিল মারেন এবং চেয়ার থেকে উঠে মাথার টুপি খুলে ফেলে জুতা দিয়ে মারপিটসহ টুপি নিয়ে নানা ধরনের কটুক্তি করেন। পরে আমি রুম থেকে বের হয়ে আসি।
এর আগে আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে আজ দুপুরে নামজারির কাজে ভুল দেখিয়ে এসিল্যান্ড স্যার তার কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করেছেন।
অভিযোগের বিষয় জানতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই দুইজন স্টাফের কাজে ভুল হওয়ায় এসিল্যান্ড তাদের ডেকে নিয়ে বকাঝকা করেছে।
Leave a Reply