ভূঞাপুরে দুই কর্মচারিকে মারধরের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি)কে বদলি

নিজস্ব প্রতিনিধিঃ নামজারি আবেদনের কাজে ক্রুটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকারসহ দুই কর্মচারীকে জুতা পেটা ও মারধরের ঘটনায় অবশেষে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপ্তিতে এসিল্যান্ড অমিত দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে বদলির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বদলির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় নামজারি কাজে ক্রুটি থাকায় উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে জুতা পেটা ও মারধরের অভিযোগ উঠে সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্তের বিরুদ্ধে।

এ নিয়ে ওইদিন রাতেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের একদিন পরেই তাকে বদলির আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তের নানা কর্মকান্ডের নিয়ে তোলপার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে উঠে আসে সেচ্ছাচারীতার ঘটনাসহ নানা অভিযোগ। তবে, এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap