ঘাটাইলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা  প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হল রুমে  এ  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিস মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মিয়া,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপক কমিটির সভাপতি  অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য চন্দ্র আর্য  প্রমুখ। সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আর উপজেলায় দূর্গাপূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা। ঘাটাইল উপজেলার ৭৫টি মন্ডপে সরকারী অনুদানের জি আর চাউল বাবদ নগদ টাকা বিতরণ করা হয়।

আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার জেলায় ৭৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap