নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা এ প্রতিপাদ্য কে সামনে রেখে শনিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখা আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খান, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা সভাপতি ও পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা,বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীন। আলোচনা সভা সঞ্চালনা করেন প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার নির্বাহী সদস্য ডা: ফনীন্দ পাল।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
Leave a Reply