নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর পার্ক বাজার রোড়ে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম তালুকদার বীর প্রতীকের গত (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অগ্নিকান্ডে তার ঘর ও ঘরে থাকা সকল জিনিসপত্র পুড়ে যায়। পরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বিষয়টি জানার পর জেলা প্রশাসক ড. আতাউল গণির সাথে পরামর্শ করে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বীর প্রতীককে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বীর প্রতীকের বাড়িতে গিয়ে তার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, সব সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক স্যার সাধারণ মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেন। স্যারের সাথে পরামর্শ করেই বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বীর প্রতীককে ২৫ হাজার টাকা দেওয়া হলো। পরর্বতীতে তার কোন প্রকার সহযোগিতা লাগলে অবশ্যই উপজেলা ও জেলা প্রশাসন তার পাশে থাকবে।
Leave a Reply