নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের গেটে খাবারের সন্ধানে ক্ষুধার্ত বানরের দেখা মিলেছে। গতকাল রোববার (২অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পযর্ন্ত ওই বানরটি উপজেলা গেটে অবস্থান করে। জানা যায় পৌরসভার আশপাশে বেশ কিছুদিন ধরে খাবারের সন্ধানে ওই বানরটির উপস্থিতি লক্ষ করা যায়। তবে এখনো কোন লোককে ক্ষতি করেনি ওই বানরটি।
এদিকে বানরটিকে এক নজর দেখতে নানা বয়সী লোকজন ভিড় জমায় উপজেলা পরিষদ গেটে । অনেকেই কলা, পাউ রুটিসহ নানা ধরণের শুকনো জাতীয় খাবার দেন। বনাঞ্চলের বানরটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান স্থানীয় মুদির দোকান ব্যবসায়ীরা।
জানা যায়, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে দেওবাড়ী এলাকায় প্রচুর বনের পাল রয়েছে। খাবারের সন্ধানে ক্ষুধার্ত দলছুট বানর গুলো বিভিন্ন লোকালয়ে চলে আসছে।
উপজেলা পরিষদের মূলগেটের পাশে ফটোকপি দোকানের মালিক মিল্টন মিয়া বলেন, সকাল থেকে উপজেলা গেটে বানরটি দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। খাবার না পেয়ে হয়তো বন থেকে চলে এসেছে। শুকনো খাবার দিলেও তা লোকজনের ভয়ে খেতেও পারে না।
সখীপুর প্রেসক্লাবের অফিস সহয়ক সাহেরা খাতুন বলেন, মাঝে মাঝে উপজেলা পরিষদের গেটের আশপাশে ওই বানরটিকে দেখতে পাওয়া যায়। তবে কারো ক্ষতি করেনি।
উপজেলা বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদ মুঠোফোনে বলেন, হয়তো বানরটিদল ছুট হয়ে চলে এসেছে। আবার তারা বনে চলে যাবে। এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, যতটুকু জানি ওই বানরটি এখনো কারো ক্ষতিকরেনি। দল ছুট মনে হচ্ছে। এ বিষয়ে বন্যপ্রাণি সংরক্ষণের কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেও হবে।
Leave a Reply