নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ সরকারের ১৩ বছরের উন্নয়নের সফলতা ও বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে দলের সংসদ সদস্যের কঠোর সমালোচনা করেছেন উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় স্থানীয় মোখতার ফোয়ারা চত্ত্বরে এক সমাবেশে নেতৃবৃন্দ এ সমালোচনা করেন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপির নৈরাজ্যের চিত্র তুলে ধরে বক্তব্য দিলেও তাদেও বক্তব্যের অধিকাংশ সময় জুড়ে ছিল স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামের নানা সমালোচনা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদারের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় , উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডিএম শরীফুল ইসলাম শফি, সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, পৌর যুবলীগের সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফুল ইসলাম শরীফ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় তাদের বক্তব্যে , সদ্য ঘোষিত বিতর্কিত উপজেলা, শহর ও মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে সংশোধনের দাবি জানান। সমন্বয় করে সংশোধন করা না হলে ওই কমিটি প্রত্যাখানসহ এমপির সকল কর্মসূচিতে অংশ না নেওয়ারও ঘোষণা দেন ।
Leave a Reply