নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান

নাগরপুর প্রতিনিধিঃ করোনা নামক মহামারী আমাদের পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছিল। এরপর মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ধীরে ধীরে বিশ্ব আবার পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করছে মানুষের সতর্কতা এবং আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের গ্রহণের মাধ্যমে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনা ভ্যাকসিন সকল জনগণের মধ্যে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়েছিল বর্তমানে তা প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের মাঝে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে ও তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ১২ই অক্টোবর’২২ সকাল ৯ ঘটিকার সময় নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল প্রধান কার্যালয় দুয়াজানিতে সরকার ঘোষিত প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে করোনা ভ্যাকসিন প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং অভিভাবকেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অংশগ্রহণ করতে দেখা যায়।

সম্মানিত সকল অভিভাবক অভিভাবিকাবৃন্দ নিজ দায়িত্বে তাদের সন্তানদেরকে যথাসময়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়ে করোনা ভ্যাকসিন গ্রহণ করিয়েছেন।

করোনা ভ্যাকসিন প্রদান শেষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম, এম.এস.এস- রাষ্ট্রবিজ্ঞান এর সাথে গণমাধ্যমের কথা হয়।

তিনি গণমাধ্যমকে জানান – সরকার কর্তৃক গৃহীত প্রাথমিক স্তরের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে করোনা ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি সূর্য শিক্ষা পরিবার, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পক্ষ হতে বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য বিভাগের যে সকল প্রতিনিধি উক্ত টিকা কার্যক্রমের সরাসরি অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীদের মাঝে টিকা প্রদান করলেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

সেই সাথে আমি সকলকে অত্যন্ত সতর্ক এবং সচেতনতার সাথে চলার পরামর্শ দিচ্ছি এই কারণে যেন পুনরায় আমাদের মাঝে করোনা মহামারী আকার ধারণ করতে না পারে এবং এর প্রকোপ বাড়তে না পারে।

সকলকে উক্ত করোনা টিকা গ্রহন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap