নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী আমন ধানের জাত বিনা ধান-১৬ এর সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আক্টোবর) দুপুরে উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামে এ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিনা উপকেন্দ্র জামালপুরের এসও শামীম আকরামের সঞ্চালনায় মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হাসান। মাঠ দিবেস প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন, বিনা ম্যানেজম্যান্ট বোর্ড ময়মনসিংহের সদস্য ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহা পরিচালক ড. মো: মোফাজ্জল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার, উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা ফরিদ আহমেদ, মুশুদ্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও কৃষক সোহরাব আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১’শ ২০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
Leave a Reply