টাঙ্গাইলে মাভিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি প্রকাশ করা হয়েছে। ৪ বছর মেয়াদি স্নাতক (ইঞ্জি./সম্মান), বিবিএ, বিএসএস (সম্মান) ও পাঁচ বছর মেয়াদি বি-ফার্ম প্রফেশনাল প্রোগ্রামে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম।

ভর্তি বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সোমবার ১৭ অক্টোবর দুপুর ১২ টা থেকে আগামী বৃহস্পতিবার ২৭ অক্টোবর রাত ১১.৫৯ টা পর্যন্ত এবং শুক্রবার ২৮ অক্টোবর রাত ১১.৫৯ টার মধ্যে আবেদন ফি সঠিকভাবে পরিশোধ না করলে আবেদন গ্রহণ করা হবে না।

GST ওয়েবসাইটের (gstadmission.ac.bd) Apply to Individual University লিংকের মাধ্যমে mbstu-admission.net লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় ভর্তির জন্য পছন্দের বিভাগসমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে। এছাড়া ২৭ অক্টোবর রাত ১১.৫৯ টার পর বিভাগ পছন্দক্রম কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap