নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ ঢেওয়াবাজার জামে মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) বিকেলে শালিয়াবহ ঢেওয়াবাজার জামে মসজিদের অত্র মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু।
মসজিদ কমিটির সভাপতি মো: করিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রসুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র সহ সভাপতি মো: মোশারফ হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ, ডা.মতিউর রহমান স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মো: শাহরিয়ার কাজল, রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আবুল হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মো: দেলোয়ার হোসেন দেলুসহ এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শালিয়াবহ ঢেওয়াবাজার জামে মসজিদের ইমাম মাওলা মো: সিদ্দিক।
Leave a Reply