বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে ১১ নং ওয়ার্ডে (বাসাইল) সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাছির খান। সোমবার (১৭ অক্টোবর) বাসাইল উপজেলা হলরুমে ভোটগ্রহণ শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরআগে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে নাছির খান টিউবওয়েল প্রতীকে ৫৫ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী হোসাইন খান সবুজ পেয়েছেন ২১ ভোট।
এছাড়াও উটপাখী প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম সংগ্রাম পেয়েছেন ৭ ভোট, মিজানুর রহমান খান হাতি প্রতীকে পেয়েছেন ১১ ভোট ও আতিকুর রহমান তালা প্রতীকে পেয়েছেন শূন্য ভোট।
সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে নারী সদস্য পদে দোয়াত কলম প্রতীকে খালেদা সিদ্দিকী পেয়েছেন ৪১ ভোট, ফুটবল প্রতীকের প্রার্থী রওশন আরা আক্তার রিতা পেয়েছেন ২১ ভোট ও হরিণ প্রতীকের প্রার্থী রুমা খান পেয়েছেন ৩১ ভোট। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা মুহাম্মদ বাবুল হাছান এতথ্যটি নিশ্চিত করেছেন।
Leave a Reply