টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১টি ভোটও পায়নি ৪ জন প্রার্থী

নিজস্ব প্রতিনিধিঃ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত। এ নির্বাচনে সদস্য পদে চারজন প্রার্থী ১টি ভোটও পাননি। এ ছাড়াও দুজন প্রার্থী পেয়েছেন ১টি করে ভোট।

শূন্য ভোট পাওয়া প্রার্থীরা হলেন- জেলার ৪নং ওয়ার্ডের শেখ রফিকুল ইসলাম (হাতি), ৫নং ওয়ার্ডের জহিরুল ইসলাম (অটোরিকশা), ৮নং ওয়ার্ডের ফরিদুর রহমান (হাতি) এবং ১১নং ওয়ার্ডের আতিকুর রহমান (তালা)। এ ছাড়াও একটি করে ভোট পেয়েছেন ৪নং ওয়ার্ডের শাহাদাত হোসেন (তালা) এবং ৯নং ওয়ার্ডের প্রভাংশু রঞ্জন সোম (তালা)।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, নির্বাচনের আগে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২নং ওয়ার্ডের খন্দকার শফি উদ্দিন।

এছাড়াও বাকি ১১টি সদস্য ও ৪টি সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২টি ভোট কেন্দ্রে, ২৪টি বুথে ১ হাজার ৭২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৫১ জন পুলিশ ও ৪৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। তারমধ্যে প্রতি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে। এছাড়াও ১২টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap