নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও সমন্বিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প-টাঙ্গাইল এর আওতাধীন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে তিনটি পাকা সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ২ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে এই তিনটি সড়কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
সড়ক তিনটি হলো, উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ থেকে খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের বাড়ি পর্যন্ত ৮০০ মিটার, রাজাবাড়ী বেচেরচালা বিসি সড়ক কুমারজানি থেকে বংকুরতলা নদীরপাড় পর্যন্ত ১০৭০ মিটার এবং রাজাবাড়ী থেকে কলিমাজানী খেয়া ঘাট পর্যন্ত ১ কিলোমিটার।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সদস্য মাসুম রানা, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, গোড়াই ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির, গোড়াই ইউনিয়ন (পূর্ব) আ.লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।
Leave a Reply