নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম খান হেস্টিংস, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ হেকমত সিকদার, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ গোলজার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোসাঃ নুরজাহান সিদ্দিকা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সারোয়ার আলম রুবেল, ঘাটাইল সরকারি জি.বি.জি. কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
Leave a Reply