নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে সমবেত হয়। রেলী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের স্মৃতি চারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি প্রমুখ।
Leave a Reply