ভূঞাপুরে কবরস্থান থেকে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। তার বয়স আনুমানিক (৩২)। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৩ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বুধবার (১৯ অক্টোবর) সকালে ভূঞাপু্র থানার তদন্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতে কবরস্থানের পাশের সড়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক এক নারীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই নারীকে উদ্ধার নিয়ে যায়। কিন্তু তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ভূঞাপু্র থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী এবং তদন্ত সাপেক্ষে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

One response to “ভূঞাপুরে কবরস্থান থেকে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap