নিজস্ব প্রতিনিধিঃ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) টাঙ্গাইল শাখার নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ফৌজদারি আদালত এলাকায় এ ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মীর মো. হোসেন চুন্নু প্রমুখ।
এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আইডিইবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।এরআগে আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয় ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি।
Leave a Reply