নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল পৌর শহরে অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন ধরণের অবৈধ স্থাপনা-দোকানপাট। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের জেলা সদর রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকানপাট ভেঙে দেয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সাংবাদিকদের বলেন, পৌর শহরের রাস্তা পরিচ্ছন্ন ও যানবাহন চলাচলের সুবিধার জন্য দোকান মালিকদের নোটিশ মাইকিংও করা হয়েছিল।
কিন্তু তারা সেটি তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো। পরবতীর্তে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক অবৈধ দখলকারীদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়। পরে আজ বিকেলে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আবদুল্লাহ আল ইমরান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply