নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিএনপির অবৈধ ভাবে কমিটি গঠন করার দাবীতে উপজেলা বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করেছে।
গত শনিবার বেলা ১১ টা ৩০ মিনিটে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৬ তারিখে ঘাটাইল উপজেলা বিএনপির সম্মেলনের নামে প্রহসনের মাধ্যমে ঘরে বসে ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদ জানাই।বিগত দিনে যারা মামলা হামলার স্বীকার হয়েছে তাদের বাদ দিয়ে মনগড়া ঘরে বসে কমিটি দিয়েছে। তাই অতি শিগগিরই এই অবৈধ কমিটি বাতিল চেয়ে ত্যাগী নেতাদের দ্বারা নতুন কমিটি চাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক, সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমূখ ।
Leave a Reply