মধুপুরে মৌমাছির আক্রমণ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে নববিবাহিত এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মৌমাছির আক্রমণ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে তানভীর হাসান (২৫) নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা তার মৃত্যু হয়।

তানভীর হাসান উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। চলতি বছর টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করেন তিনি। গত ১৩ অক্টোবর তার বিয়ে হয়।

তানভীর হাসানের মামা সোলায়মান সেলিম জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে তানভীরের বাবা আব্দুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাচ্ছিল। বাড়ির অদূরে গেলে মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। এ সময় তার চিৎকার শুনে বাড়ি থেকে তাকে উদ্ধারে দৌড়ে যান বড় ছেলে তানভীর হাসান। মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালাতেই মৌমাছির ঝাঁক তার ওপর আক্রমণ চালায়।

সেসসয় তিনি খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো শরীরে পালাক্রমে মৌমাছি কামড়াতে থাকে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তানভীর এদিক-ওদিক ছুটতে থাকেন। মৌমাছির দলও তার শরীরে দফায় দফায় কামড়াতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন।

একপর্যায়ে আশপাশের লোকজন আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করেন। পরে তাকে ১০০ শয্যা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এরপর ময়মনসিংহে অবস্থার আরও অবনতি হওয়ায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তানভীরের মৃত্যু হয়। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap