নিজস্ব প্রতিনিধিঃ ঘুর্নিঝর সিত্রং এর প্রভাবে সারা বাংলাদেশের ন্যায় ঘাটাইলেও ভোর থেকে চলছে একটানা বৃষ্টি, এত বিপর্যস্ত হয়ে পরেছে ঘাটাইলের জনজীবন। সারাদিন ঘাটাইলের জনগন তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করতে পারে নাই। সকাল থেকেই ঘাটাইলের প্রধান সড়কে গাড়ীর সংখ্যা স্বভাবিকের থেকে অনেক কম পরিলক্ষিত হয়।
ঘাটাইলের পাহাড়ি এলাকায় রাস্তা ঘাট হয়ে পরেছে চলাচলের অযোগ্য। কাচা অর্ধপাকা রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়ার পুর্বাবাসে বলা হয়েছে ঘুর্নিঝর সিত্রং এর প্রভাবে আগামী দুই দিন বৃষ্টি হতে পারে। এর মধ্যে বিদ্যুৎ এর ঘন ঘন লোড শোডিং এ মানুষের স্বাভাবিক চলাফেরা হচ্ছে চরম রকমে ব্যাহত।
Leave a Reply